New Bengali song Manabjamin is Sung by Jayati Chakraborty. Music Composed by Shuvayan Mukhopadhyay and Manob Jomin Lyrics in Bengali Written by Subratanath Mukhopadhyay while released by Suchitra Music.
Manabjamin Song Lyrics in Bengali font
যতক্ষণ এই বুকের হাপর, ততক্ষণই আশ,
যতক্ষন এই তোমার বুকে আমার পড়ে শ্বাস।
যতক্ষণ এই মানব জমিন, ততক্ষনই বাস,
তোমায় নিয়ে ছুটে চলা আমার বারো মাস।
রক্তে আমার আগুন জ্বলে, শিরায় হাহুতাশ
হৃদয়ে পিপাসা আমার, দখিনা বাতাস।
ততক্ষনই তোমার ছোঁয়ায় অঙ্গেতে সুবাস,
যতক্ষন এই তোমার বুকে আমার পড়ে শ্বাস।
কাঁচা বাঁশে মৌ বসে, কাঁচা ফুলে ফুলে
কাঁচা মনে পিরিত বসে, বুঝে চলার ভুলে।
প্রাণেতে প্রাণ রাখলে পরে, ঈশানে ঝড় ওঠে
আঁধার রাতে ভাঙা ঘরে, শত ফুল ফোটে।
যতক্ষন এই তোমার চোখে, আমার পরবাস
ততক্ষনই তোমার বুকে, আমার পড়ে শ্বাস।
Credits :-
Song : ManabJamin
Singer : Jayati Chakraborty
Lyrics : Subratanath Mukhopadhyay
Composition : Shuvayan Mukhopadhyay
Music Label : Suchitra Music