Tasrif Khan Shundori Romoni Mp3 Download

lyricsdon08
2 Min Read
Share With Friends
Shundori Romoni mp3 Song Download Tasrif Khan, Shundori Romoni bengali Song Download. most popular Bangladeshi song of 2021 free 320 kbps for android.


Song: Shundori Romoni | সুন্দরী রমণী
Lyrics, Tune & Vocal: Tasrif Khan
Music – Alvee Al Berunee

Shundori Romoni Song Download Tasrif Khan


Shundori Romoni Bengali Song Lyrics

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷  
তুমি টিকটকের সুপারস্টার 
হাজার হাজার ফলোয়ার 
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷ 
শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 
এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷  
তুমি টিকটকের সুপারস্টার 
হাজার হাজার ফলোয়ার 
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷ 
তুমি বাপের বড় ছেলেদেরও ডাক নামধরে ৷  
তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?
নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি 
হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?
শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 
এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷  
তুমি টিকটকের সুপারস্টার 
হাজার হাজার ফলোয়ার 
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷ 
ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল
বেকার ঠোটে মিস্টি খেলেও লাগত ঠোটে ঝাল 
আরে বুচ্ছি তুমি মহারানি, চাদের দেশে থাক 
এখন ব্যাস্ত আমি সাইডে দাড়াও একটু শান্তি রাখ।
শেষ হলো মাথায় ভেঙে কাঠাল খাওয়ার দিন।  
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন৷  
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর 
এবার সময় হলো মুখের উপর বলে দেবার। 
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷  
তুমি টিকটকের সুপারস্টার 
হাজার হাজার ফলোয়ার 
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার ।।


Shundori Romoni Bengali Song Download by Tasrif Khan. Bangladeshi song mp3 download 320kbps free. Shundori Romoni Tasrif Khan Song Download.
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *