New Bengali Song Kalo Shari (কালো শাড়ি) sung by Jisan Khan Shuvo ft. Jisan Khan Shuvo. Kalo Shari Song Lyric sare written by Jisan Khan Shuvo. This Song Music is composed by Ankur Mahamud while Directed by Eagle Team.
জিসান খান শুভ গেয়েছেন নতুন বাংলা গান কালো শাড়ি। জিসান খান শুভ রচিত কালো শরি গানের লিরিক্স। অঙ্কুর মাহমুদ রচিত এই গানের সংগীত। Agগল টিম দ্বারা পরিচালিত।
Kalo Shari Lyrics
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (×২)
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
হাত রেখে হাতে
দুজনে একসাথে
পাশাপাশি চলা হয়না
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে
পূর্ণ হবে শেষ বাসনা
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (×২)
Credits :-
Song : Kalo Shari
Singer : Jisan Khan Shuvo
Lyrics & Tune : Jisan Khan Shuvo
Music : Ankur Mahamud
Starring : Tarek Tanz, Nusrat Jahan Ontora
Directed by : Eagle Team
Label : Eagle Music
Other Bengali Songs Lyrics Link :-