O Mon Re Lyrics – Tanveer Evan
O Mon Re Song Lyrics: New Bengali Song O Mon Re Sung by Tanveer Evan, featuring by Yash & Madhumita. Music is given by Piran Khan and lyrics are penned by Tanveer Evan.
O Mon Re Lyrics – Tanveer Evan
অবুঝ এ মন বোঝে না বারণ
করে উচাটন সারাক্ষণ
বিনিময়ে তোকে চাওয়া
ফিরে পাওয়ার আবেদন
মন বোঝে না মন শোনে না
কারে বলি এ মনের কথা
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা
ও মন রে
কথা দেওয়া ছিল
তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী
কী করে তা ভুলি তুই তো জানিস
তুই আমারই সবই
জেনে রাখিস মরণেও আমার হয়ে তুই থাকবি অন্তরে
হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুড়ে
ও মন রে
মন বোঝে না মন শোনে না
কারে বলি এ মনের কথা
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা
ও মন রে…
Credits :-
Song : O Mon Re
Featuring : Yash and Madhumita
Singer, Lyrics, Tune : Tanveer Evan
Music : Piran Khan
Director : Baba Yadav