Takey Olpo Kachhe Dakchhi Song Lyrics in Bengali

lyricsdon08
2 Min Read
Share With Friends
Takey Olpo Kachhe Dakchhi song Lyrics (তাকে অল্প কাছে ডাকছি) Mahtim Shakib | Prem Tame. Takey Olpo Kachhe Dakchhi Lyrics in Bengali translation meaning.

Takey Olpo Kachhe Dakchhi Lyrics from Prem Tame
Takey Olpo Kachhe Dakchhi Lyrics

Song : Takey Olpo Kachhe Dakchhi
Movie : Prem Tame
Singer : Mahtim Shakib
Music and Lyrics : Shibabrata Biswas
Track Produced & Designed by : Subhadeep Mitra
Direction : Anindya Chattopadhyay
DOP : Subhankar Bhar  
Editor : Arghakamal Mitra 
Label : SVF

Takey Olpo Kachhe Dakchhi Lyrics in Bengali

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার। 
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। 

অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও ,
তার কানে না যায় পিছু ডাক আমার 
মুখ বুজেই তাকে ডাকছি আবার। 

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পেই হারাচ্ছি আবার। 

ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই,
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই। 

মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। 

তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার। 
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।


Mahtim Shakib Takey Olpo Kachhe Dakchhi Lyrics from Prem Tame bangla movie. Takey Olpo Kachhe Dakchhi Lyrics in english Translation with meaning.
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *