Takey Olpo Kachhe Dakchhi Song Download Prem Tame. Takey Olpo Kachhe Dakchi mp3 Song Download Mahtim Shakib. Takey Olpo Kachhe Dakchi Pagalworld.
Takey Olpo Kachhe Dakchhi Song Download Prem Tame |
Song : Takey Olpo Kachhe Dakchhi
Movie : Prem Tame
Singer : Mahtim Shakib
Music and Lyrics : Shibabrata Biswas
Label : SVF
Takey Olpo Kachhe Dakchi Song Lyrics
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পে হারাচ্ছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
অভিমান পিছু নাম
তাকে পিছু ফেরাও ,
তার কানে না যায় পিছু ডাক আমার
মুখ বুজেই তাকে ডাকছি আবার।
তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি,
তবু অল্পে হারাচ্ছি আবার।
ফাঁকা বুক, চেনা সুখ
জানি ঘুম সে ভাঙাবেই,
ভেজা মন, বলি শোন
রাতভোর জাগতে নেই।
মুখচোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার
তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার।
তাকে আলতো গায়ে মাখছি
আর আঁকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার।
তাকে ছোঁবো ছোঁবো ভাবছি
আর ছুঁয়েই পালাচ্ছি,
ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।
Takey Olpo Kachhe Dakchhi Offical Video
Takey Olpo Kachhe Dakchi (Prem Tame) Mahtim Shakib Mp3 Song Download. Takey Olpo Kachhe Dakchhi bengali Song Download. lyrics don, pagalworld, mr jatt.