Amar Dehokhan Lyrics Ahasan Tanvir Pial

lyricsdon08
1 Min Read
Share With Friends
Amar Dehokhan song is Sung by Ahasan Tanvir Pial from Odd Signature. Eka Bose Tumi Lyrics penned by And Tune by Moontasir Rakib. Music composed by Odd Signature.


Amar Dehokhan Song Lyrics in Bengali


একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।

মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। 

সেই দিনে, 
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। 

আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি। 

দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন

সেই দিনে, 
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। 

আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।

Credits :-
Song : Amar Dehokhan
Composition : Odd Signature
Vocal : Ahasan Tanvir Pial
Lyrics and Tune : Moontasir Rakib
Label : Odd Signature
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *