Cham Cham Nupur Baje Lyrics Kavita Krishnamurthy
Cham Cham Nupur Baje Song Lyrics
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
তোমার মত মনের মানুষ
কার বা আছে রে
কনকন কাঁকন বাজে, কাঁকন বাজে রে
কনকন কাঁকন বাজে, কাঁকন বাজে রে
তোর মানুষও একটি হবে
হাজার হাজারে
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
রাজকন্যা চিরদিনই
চাই যুবরাজের মালা
সেই রাজার কুমার এলো
জোড়াতে মনের জ্বালা
তোর মনেতেও সয় হলে
লাগবে এই দোলা
ও নারী চাই যে পুরুষকে
পুরুষ চাই যে নারীকে
ও নারী চাই যে পুরুষকে
পুরুষ চাই যে নারীকে
কনকন কাঁকন বাজে, কাঁকন বাজে রে
তোর মানুষও একটি হবে
হাজার হাজারে
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
আমরা এমন জামাই পাবো
তুলনা যার থাকবে না
রূপে-গুণে যে কোনোদিন
কারো কাছে হারবে না
এ-বাড়ির সে গর্ব হবে
সে হবে খাঁটি সোনা
আছে স্বপ্ন চোখে যা
সবই সত্যি হবে তা
আছে স্বপ্ন চোখে যা
সবই সত্যি হবে তা
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
তোমার মত মনের মানুষ
কার বা আছে রে
কনকন কাঁকন বাজে, কাঁকন বাজে রে
কনকন কাঁকন বাজে, কাঁকন বাজে রে
তোর মানুষও একটি হবে
হাজার হাজারে
ছমছম নুপুর বাজে, নুপুর বাজে রে
Credits :-
Album :- Biyer Phool
Song :- Cham Cham Nupur Baje
Singer :- Kavita Krishnamurty
Artist :- Rani Mukherjee & Indrani Halder
Lyrics :- Pulak Bandopadhyay
Music :- Jatin Lalit
Channel B Music Presents bengali song “Cham Cham Nupur Baje” sung by Kavita Krishnamurty, Vijayta Pandit from the movie Biyer Phool and starring by Rani Mukherjee & Indrani Halder.