Chup Kore Tui Lyrics Ei Ami Renu

Share With Friends
Chup Kore Tui Romantic Song is sung by Monali Thakur & Ash King from Ei Ami Renu Bengali Movie. Starring by Soham Chakraborty, Sohini Sarkar, Gaurav Chakrabarty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music Given by and Lyrics Written by Rana Mazumder.


Chup Kore Tui Song Lyrics in Bengali Font


চুপ করে তুই, কেন ছিলি শুধুই 
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা 

বলতে চেয়েছি,ভয়ে মরেছি
আড়ালে তোকে কত দেখেছি
বলছে আকাশ, আর বাতাস 
তুই আমার। 

চুপ করে তুই, কেন ছিলি শুধুই 
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা 

এই ফাল্গুনে পলাশের আবিরে
রং গুলে তোকে সাজাই
তোর সুরভী অন্তরে বাহিরে
আজ আমায় কে আর পায় 

আমি পেয়েছি, বুকে বেঁধেছি
ছাড়বোনা তোকে, দিব্যি খেয়েছি
বলছে আকাশ, আর বাতাস 
তুই আমার

চুপ করে তুই, কেন ছিলি শুধুই 
মনে বেঁধে রেখে চুপকথা
আজ বলে দে সব বাধা কাটিয়ে
রাঙিয়ে এ বসন্ত বেলা 

Credits :-
Song : Chup Kore Tui
Film : Ei Ami Renu
Singers : Monali Thakur & Ash King
Music & Lyrics : Rana Mazumder
Directed by : Saumen Sur
Label : SVF Music

About lyricsdon08

Check Also

Sorry Lyrics – Keshab Dey

Share With Friends Sorry Lyrics – Keshab Dey New bengali song Sorry sung by Keshab Dey …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *