Bengali Song Jindalash (জিন্দালাশ) Lyrics sung by Muhammad Eleyas and music is given by Remo Biplob. Jindalash song lyrics penned by Bayezid Apu in bangla language while published by Agniveena.
Song Credits :-
Song : Jindalash (জিন্দালাশ)
Singer : Muhammad Eleyas
Lyrics : Bayezid Apu
Tune : Muhammad Eleyas
Music : Remo Biplob
Language : Bangla
Label : Agniveena
Jindalash Lyrics in bengali font
জিন্দালাশ…
তুই বিষ মাখাইলি তীরে
মারলি রে পাঁজরে
মনটা কবেই মইরা গেছে
হৃদয় গেছে পুড়ে
জিন্দালাশের হয়না মরণ
নেশায় মাথা ঘুরে রে
নেশায় মাথায় ঘুরে
কলিজাটা পুড়ে রে আজ
ইঁটের ভাঁটার মত
তোর বিরহের আগুন বুকে
জ্বলে অবিরত
নেশার বড়ি গিলে গিলে
দুঃখ কষ্ট পুড়াই
সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায়
তোরেই খুঁজে পাই
পাথরের চোখ আর কাঁদেনা
ভিজেনা চোখের পাতা
অসমাপ্ত রয়ে গেলো আজ
জীবন ডাইরির পাতা
দিয়াশলাইয়ে পুড়াই আমি
গলাই নেশার বড়ি
জং ধরেছে ভিতর ঘরে
ফিরব আপন বাড়ি।