New bengali song Kalo Shari song Mp3 download. Jisan Khan Shuvo – Kalo Shari song free download. Jisan Khan Shuvo – Kalo Shari song mp3 320kbps. Jisan Khan Shuvo songs download. Kalo Shari song download mp3 | Mr.jatt.
Kalo Shari Song Mp3 Download
Credits :-
Song : Kalo Shari
Vocal, Lyrics & Tune : Jisan Khan Shuvo
Music : Ankur Mahamud
Directed by : Eagle Team
Label : Eagle Music
Kalo Shari Song Lyrics in Bengali
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
হাত রেখে হাতে
দু’জনে একসাথে
পাশাপাশি চলা হয়না।
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে,
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা।
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে,
পূর্ণ হবে শেষ বাসনা।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখব
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
ও.. কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।